মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল:
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ নিজেদের অধিকার ফিরে পেয়েছে। দেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে শেখ হাসিনার আন্তরিকতা অতুলনীয়। তাদের সচেতনতার বৃদ্ধির পাশাপাশি পূর্বের যে কোন অবস্থা হতে ভাল আছে। সরকার তাদের কল্যাণে বয়স্ক ভাতা, গর্ভকালীন ভাতা, ডি.জি.এফ চাউল বিতরণ, বিধবা ভাতা, নগদ অর্থ বিতরণের ফলে গ্রামীন জনগোষ্ঠী আজ ঘুরে দাঁড়িয়েছে। এ মহামারি করোনাতেও থেমে নেই শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী নানা প্রকল্প। এ সরকারের আমলে গ্রামীন অবকাঠামো পরিবর্তন ও শক্তিশালী হয়েছে। তাদের বিশ্বাস শেখ হাসিনাই পারবে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও ক্ষুদা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ১১ জুলাই রবিবার বিকেলে বোয়ালখালীর পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে করোনাকালীন অসহায় গরীব দুস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান এম এ ঈসা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, যুগ্ম-আহবায়ক শেখ শহিদুল ইসলাম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা তারেকুল ইসলাম তারেক, পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মনি, নেজাম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন, বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগ আহবায়ক গিয়াস উদ্দিন সুমন প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন