বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:১৭ পূর্বাহ্ন
এস এম ইরফান নাবিল : বোয়ালখালীতে সামাজিক সংগঠন তারুণ্যের স্বপ্ন’র উদ্যোগে সমাজের অসহায় পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ২৭ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে পশ্চিম গোমদন্ডী চাঁন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুহাম্মদ তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সি.সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল করিম (বাবুল)। বিশেষ অতিথি ছিলেন- বোয়ালখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম.ইউছুপ রেজা, পৌরসভা আওয়ামীলীগ নেতা মুহাম্মদ নাছের।
সংগঠনের সদস্য আজাদ হোসেন মুহিদ এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- নুর মোহাম্মদ, জাগের হোসেন (বাচা), ছাত্রনেতা মুহাম্মদ মাহাফুজুর রহমান, সংগঠনের সদস্য মুহাম্মদ এনাম, মুহাম্মদ আলা উদ্দিন, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ আনোয়ার, মুহাম্মদ বাচা প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় ও সুবিধা বঞ্চিতদের শীত নিবারণ করলে একটি সুন্দর সমাজ র্নিমান করা সম্ভব। শীতবস্ত্র বিতরণ সাহায্য নয়, এটাই আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এমন অঙ্গীকারে সকলের এগিয়ে আসা উচিত। ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। তাই শীর্তাতদের সাহায্যে আমাদের স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
আপনার মন্তব্য লিখুন