মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ অপরাহ্ন
সাফায়েত ইসলাম সাকিব : ১ আগস্ট ২০২২,বাংলাদেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন (চতুর্থ পর্যায়) প্রকল্পের আওতায় রেনেসাঁ ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন এলাকায় ঝুঁকিমুক্ত ট্রেডের উপর ৪৫ টি প্রশিক্ষণ কেন্দ্র একযোগে উদ্বোধন করা হয়। জানুয়ারি ২০২২ থেকে জুলাই ২০২২ পর্যন্ত উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শেষে ঝুঁকিমুক্ত প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়।রেনেসাঁ ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান মোঃ আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক, শিক্ষক এবং সংস্থার নির্বাহী কর্মকর্তাবৃন্দ,অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ ফোরকান। প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
আপনার মন্তব্য লিখুন