সোমবার, ০৫ জুন ২০২৩, ১১:২২ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর অবর্তমানে জাতীকে নেতৃত্বশূণ্য করে স্বাধীনতার চেতনা ধূলিষ্যাত করে পাকিস্তানি ধারায় দেশকে নিয়ে যাওয়ার এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা করা হয়। সভ্যতাকে ম্লান করে দিয়ে এই হত্যাকান্ডগুলো বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। জেলখানায় ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞে
সমগ্র বিশ্বকে স্তম্বিত করেছে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকান্ড ছিল একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এ হত্যাকান্ড বাংলাদেশকে অনেক পিঁচিয়ে ফেলে দিয়েছিল। মহান স্বাধীনতার শত্রুরা এতো করেও সত্যের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা আজ স্বমহিমায় উজ্জল হয়ে তাদের আর্দশের ছায়া জাতিকে দিয়ে যাচ্ছে অভিরাম। এই ছায়া ধরে রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্ব্বেই মিথ্যা, ষড়যন্ত্র, হত্যা, ক্যুর রাজনীতি ও বিশ্ব ঘৃণীত জঙ্গীবাদের কবর রচনা হয়েছে। তিনি আজ ৩ নভেম্বর ২০২০ (মঙ্গলবার) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে জেলহত্যা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে দেশ ও দলের সফল নেতৃত্ব দিয়েছেন জাতীয় চার নেতা। নেতা বা নেতার আদর্শের সাথে বেঈমানি করেনি জাতীর চার বীর। তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসে জাতীয় চার নেতার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। জাতীয় চার নেতার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, যাতে করে তরুণরা মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ের সঠিক ইতিহাস জানতে পারে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ সভাপতি মো: ইদ্রিস, আইন সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, ধর্ম সম্পাদক এড: আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, বন সম্পাদক এড: মুজিবুল হক, ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, মহিলা বিষয়ক সম্পাদক এড: কামরুন নাহার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য চেয়ারম্যান ওমর ফারুক, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, চেয়ারম্যান নাসির আহমদ, ছিদ্দিক আহমদ বি.কম, মাহবুবুর রহমান শিবলী, এ কে আজাদ, চন্দনাইশ পৌরসভা মেয়র মাহবুবুল আলম খোকা, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: জোবায়ের, চট্টগ্রাম দক্ষিন জেলা তাতী লীগ আহবায়ক দিদারুল আলম, আওয়ামী লীগ নেতা এম হোসাইন কবির, মাহবুবুর রহমান চৌধুরী, আইয়ুব বাবুল, মৌলভী নুর হোসেন, চেয়ারম্যান শফিউল আজম শেফু, মকসুদুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ফেরদাউস বেগম, জীবন আরা বেগম, নাছিমা আক্তার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, কেন্দ্রীয় সদস্য রাশেদুল আরেফিন জিসান, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো: আবু তাহের প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন