মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:৫৭ অপরাহ্ন
এম এ মন্নান: সিএমপির চান্দগাঁও থানায় গত ২৬ আগস্ট রাতে অফিসার ইনচার্জ হিসেবে মো: মইনুর রহমান দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া শেষ করে ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন। তিনি ইতিপূর্বে দাগনভূঞা থানা,নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা, ব্রাহ্মণ বাড়িয়া সদর থানা সহ সিএমপির পাহাড়তলী থানায় অফিসার ইনচার্জ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি সিএমপির গোয়েন্দা উত্তর বিভাগে কর্মরত ছিলেন মইনুর চান্দগাঁও থানায় অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর টেলিফোনে কথা হলে তিনি জানান চান্দগাঁও থানা এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকান্ড ও মাদকের আখড়া থাকতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি এই ব্যাপারে চান্দগাঁও থানা এলাকার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা চেয়েছেন।
আপনার মন্তব্য লিখুন