সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৩৯ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল:
বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়নে বোয়ালখালী উপজেলা যুবলীগের নির্দেশনায় চরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা রোপণ কর্মসূচী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা যুবলীগের সভাপতি হাজী আব্দুল মান্নান রানা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি।অনুষ্ঠানে অতিথিরা পরিষদ মাঠে বৃক্ষ রোপণ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃসাদ্দাম হোসেন এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব শামসুল আলম,ইউপি সচিব কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত উপদেষ্টা জনাব হাজী ইলিয়াস জাফর,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোঃ বাবর,আওয়ামীলীগ নেতা আলী আজম,ইউপি সদস্য মোঃ ইস্কান্দর,মোঃরাশেদ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শওকত আকবর প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রকার ঔষধি,ভেষজ,ফলজ চারা নেতাকর্মীদের মাঝে তুলে দেন।তারা বলেন,বর্তমানে করোনা পরিস্থিতিতে চারিদিকে অক্সিজেনের হাহাকার।এমতাবস্থায় আমরা গাছ না কেটে আরো বেশি বেশি বৃক্ষ রোপণ করলে প্রকৃতি তার বৈচিত্র্য ফিরে পাবে,পরিবেশ সুন্দর হবে।
আপনার মন্তব্য লিখুন