মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী ২৭শে জানুয়ারি বুধবার । নির্বাচনকে ঘিরে সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বোয়ালখালীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কালুরঘাট সেতুর পূর্ব পাড়ে বাসানো হয়েছে নিরাপত্তা চৌকি।
সোমবার (২৫শে জানুয়ারি) সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্ম্পকে খোঁজ খবর নিতে উপজেলায় আসেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম, বোয়ালখালী থানার পুলিশ পুরিদর্শক মো. আবুল কালাম।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি। যে কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ সার্বক্ষণিক টহলে রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।
আপনার মন্তব্য লিখুন