বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সিজেকেএস নির্বাচন ২০২৩ এ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক,চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দীন (শামীম) ব্যালট নং-৩,যুগ্ম সম্পাদক ও সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ্ব জহির আহমেদ চৌধুরী ব্যালট নং -১১,গভর্নিং বডির চেয়ারম্যান ও চেম্বার পরিচালক আলমগীর পারভেজ ব্যালট নং-৩,প্রাথী হিসাবে প্রতিদ্বন্দিতা করছে।।
রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক সভা অনষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন সৈয়দ সাহাব উদ্দীন শামীম, আলহাজ্ব আলী আব্বাস, মোহাম্মদ ইউসুফ, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ বাবুল আলম,আলমগীর পারভেজ,মোহাম্মদ সালাউদ্দিন,জিয়াউদ্দীন সোহেল,ইয়াসির আরাফাত, আবু বক্কর সিদ্দিকী,মোহাম্মদ ইয়াকুব,জহির উদ্দীন বাবর,মাসুদুর রহমান,জসিম মিয়া।। সভায় আলহাজ্ব আলী আব্বাস ক্রীড়াংগনের অভিভাবক আ জ ম নাসিরুদ্দিন এর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্বভাবে আমাদের মনোনিত পা্রর্থীদেরকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলহাজ্ব আলী আব্বাস বলেন, আমাদের ৩জন প্রার্থী স্বাধীনতা পরবর্তী সময়কাল থেকে ক্রীড়াঙ্গনে অবদান রেখে চলেছেন। তিনি বলেন, মত প্রার্থক্যের উর্ধ্বে থেকে আসন্ন নির্বাচনে এই ৩জনকে অতীতের মত এবারও আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে সহযোগিতা করার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি। প্রার্থীদের বিজয়ের জন্য মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করে মুনাজাত করা হয় । মুনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব আলী আব্বাস ।
আপনার মন্তব্য লিখুন