মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আরো একটি অন লাইন টিভি চালু হলো চট্টগ্রামে । সত্যের সন্ধানে পথ চলার অঙ্গিকার নিয়ে ই-প্লাস টিভির যাত্রা শুরু হলো । মঙ্গলবার ১ডিসেম্বর ২০২০ বিকেলে বানিজ্যিক নগরী আগ্রাবাদ অফিসের শুভ উদ্বোধন করেন নগর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক জনাব একরামুল করিম ও সাবেক কাউন্সিলর যুব লীগের সদস্য আলহাজ্ব আবদুল কাদের । এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ই-প্লাস টিভির উপদেষ্টা সৈযদ ইফতেশার উদ্দিন, মনজুরুল আলম মনজু, কাজী নাসের, হেলাল উদ্দিন, আরশাদ রায়হান, সালেহ মো: এফতেশার সাব্বির, ইবনে সালেহ মো: হাসান সাজিদ, সালেহ মো: জাফর সাকিল,ও মো: বেলাল প্রমুখ।
নগর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক জনাব একরামুল করিম বলেন, আমি আশা করবো ই-প্লাস টিভি সত্যের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রচার করবে। তিনি ই-প্লাস টিভির সাফল্য কামনা করেন ।
আপনার মন্তব্য লিখুন