শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৬:২৭ পূর্বাহ্ন
এস এম ইরফান নাবিল : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন। ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে অপরাধ নির্মূলে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ এসআই হয়েছেন জাকির হোসেন, এএসআই হয়েছেন সাতকানিয়া থানার এএসআই নাজমুল হাসান এবং এএসআই দীপক চন্দ্র ধর। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, ক্লু-লেস মামলার রহস্যজট উদঘাটনসহ নানা ক্যাটাগরিতে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
রোববার জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার এসএম রশিদুল হক তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।
আপনার মন্তব্য লিখুন