মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৪১ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর জন্মদিনে দৈনিক সমর পত্রিকার শুভেচ্ছা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই: জেলা পিপি “শেখ হাসিনা দেশের গণমানুষের আশা-জাগানিয়া বাতিঘর ও অভিভাবক”-এম এ মোতালেব সিআইপি দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা : বিলুপ্ত সংগঠনটি ছিল ব্যবসায়ী সংগঠন শুভ জন্মদিন : শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চার লেনে আদৌ উন্নীত হবে কি? বিশ্বতানে উপদেষ্টা বরণ ও ঘরোয়া বৈঠকীতে গজল সন্ধ্যা আগামী নির্বাচনে দলকে জয়ী করতে দক্ষিণ জেলা আ’লীগ প্রস্তুত রয়েছে আধুনিক বোয়ালখালী গড়ার সম্মিলিত প্রয়াসে বোয়ালখালী ফোরাম চট্টগ্রাম (আংশিক) কমিটি গঠন ইন্টার ইউনিভার্সিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

কুইচ্চা মাছ রক্ষায় বোয়ালখালী থানার ওসির প্রসংশনীয় উদ্যোগ

এস এম ইরফান নাবিল :

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক গত ২৫-০৮-২০২৩ কুইচা মাছ রক্ষা করার জন্য লিখিত স্মারক লিপির মাধ্যমে অভিযান চালিয়ে বোয়ালখালী থানার ওসি- পুরো বোয়ালখালীতে বরিশাল থেকে আসা কুইচ্চা মাছ নিধন কারীদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন এবং এরা ইতিমধ্যে চলে গেছেন বলে জানিয়েছেন এলাকার লোকজন। এলাকা বাসিকে বলেন কুইচ্চা মাছ আমাদের বিশ্ব পরিবেশ প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্রের অংশ এইগুলো রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। ওসি মোহাম্মদ আছহাব উদ্দীন আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমরা সকলে মিলে পাখি, বন্যপ্রাণী, বৃক্ষ, তরুলতা, মৎস্যকুলের অস্তিত্বকে রক্ষা করতে হবে। তিনি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের পরিবেশ রক্ষার এই উদ্যোগকে অভিনন্দন জানান। বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিককে মোবাইল ফোনে হুমকি দাতারা থানায় এসে তাদের ভুল স্বীকার করেন এবং তারা ভবিষ্যতে কুইচ্চা মাছ নিধন কারীদের কোন ধরনের সুযোগ সুবিধা প্রদান করবেন না বলেও জানান। উভয়ের মধ্যে সমঝোতা করে দেন ওসি মোহাম্মদ আছহাব উদ্দীন। গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সদস্যদের সাথে সাক্ষাৎকালে এসব কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।

আপনার মন্তব্য লিখুন


Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD