শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন
বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালী উপজেলাধীন কালাইয়ারহাট ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২০২১-২৩ ১৪জুন সকাল দশটা হতে বিকাল তিনটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দুইজন, সাধারন সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন । এছাড়া নয়জন বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সভাপতি পদে দুইজন মোঃ জাফর সওদাগর ও মোহাঃ বখতিয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মোঃ ফোরকান রানা,মোহাম্মদ ইয়াছিন।নির্বাচনে মোঃ কছিম উদ্দিন সাধারণ সম্পাদক প্রার্থী হলেও ভোটকেন্দ্রে তার কোনো নির্বাচনী এজেন্ড দেন নাই। সভাপতি পদে মোঃ জাফর সওদাগর ৬১ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাঃ বখতিয়ার উদ্দিন ৪৩ ভোট পেয়ে পরাজিত হয়, সাধারণ সম্পাদক পদে মোঃ ফোরকান রানা ৭৩ পেয়ে নির্বাচিত হয় । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ ইয়াছিন ৩১ ভোট পেয়ে পরাজিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১০৮। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান থানা আওয়ামী লীগ নেতা আহম্মদ হোসেন,সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইসমাইল, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন বিশিষ্ট সাংবাদিক মনজুর মোরশেদ,সহকারী নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলেন সাংবাদিক এম এ মন্নান,অপর সহকারি নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলেন ইউপি সদস্য মুসলিম উদ্দিন,নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন বোয়ালখালী থানা পুলিশ ও গ্রাম পুলিশ।
আপনার মন্তব্য লিখুন