মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন
ইরফান নাবিল :
১৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ কোভিড ১৯ করোনা টিকা গ্রহণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল বশর কমান্ডার, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শফিউল আলম, রেজাউল করিম বাবুল, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা: রাজশ্রী নাগ, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান মোনাফ, মোছলেম উদ্দিন আহমদের সহধর্মিনী শিরিন আহমদ, কাজী শারমিন সুমী, অধ্যাপক মোহসীন, জহুরুল ইসলাম জহুর, আবদুল মান্নান রানা, শেখ শহিদুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন প্রমুখ।
এ সময় তিনি বলেন, বাংলাদেশে ইপিআই-এর মাধ্যমে অন্যান্য সাধারণ অনেক টিকার মতই করোনার টিকাও দেয়া হচ্ছে। টিকা গ্রহণের পর কোনো ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং এ পর্যন্ত নেতিবাচক কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর শুনিনি। টিকা গ্রহণের পর আমার কোনো ধরনের সমস্যা হচ্ছে না। নিজের সুরক্ষার জন্য সকলের টিকা নেয়া উচিত। নিজে সুরক্ষিত হলে সমাজ ও দেশ সুরক্ষিত হবে। আশা করি দেশের সকল মানুষ কোনো ধরণের ভীতি ছাড়াই টিকা গ্রহণ করবে। কোভিড ১৯ টিকা নিয়ে অনেককেই দেখেছি ভয়-ভীতি ছড়াতে। অযথা ভীতি ও গুজবে কান না দেয়াই ভালো।
আপনার মন্তব্য লিখুন