মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৪ অপরাহ্ন
এম এ মন্নান : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ নিজেদের অধিকার ফিরে পেয়েছে। তাদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পূর্বের যে কোন অবস্থা হতে ভাল আছে। সরকার তাদের কল্যাণে বয়স্ক ভাতা, গর্ভকালীন ভাতা, ভি.জি.এফ চাউল বিতরণ, বিধবা ভাতা প্রদানের ফলে গ্রামীন জনগোষ্ঠী আজ ঘুরে দাঁড়িয়েছে। এ সরকারের আমলে গ্রামীন অবকাঠামো পরিবর্তন ও শক্তিশালী হয়েছে।
দেশের দরীদ্র জনগোষ্ঠীর কল্যাণে শেখ হাসিনার আন্তরিকতা অতুলনীয়। ১২ আগস্ট বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের তাজ পার্ক কমিউনিটি সেন্টারে মহামারী করোনা পরিস্থিতিতে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাই যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। দুস্থ ও অসহায় মানুষদের জন্য মানবিক বিবেচনায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মহামারি করোনাকালে অসহায় ও দুঃস্থদের খাদ্য সামগ্রী পৌঁছাতে শেখ হাসিনা সরকার আন্তরিক এবং অসহায় দুঃস্থদের সেবায় আন্তরিকভাবে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এদেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। এটি আমাদের প্রধানমন্ত্রীর অঙ্গীকার। সারাদেশের মতো চট্টগ্রামেও কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তারা অনেক কষ্টে আছেন। তাদের কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিজনকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক এস এম জাকারিয়া, বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার , উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম,বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরি,বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ মোঃআব্দুল করিম,উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযুদ্ধা আহমদ হোসেন,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাকপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুনাফ,সারোয়াতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেন, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, আমুচিয়া ইউপি চেয়ারম্যান বাবু কাজল দে, বোয়ালখালী প্রেসক্লাব সাবেক সভাপতি এম এ মন্নান, প্রেসক্লাব সভাপতি এসএম মোদাচ্ছের, আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সাংবাদিক রাজু দে ,পুজন সেন, রাজু বড়ুয়া,এস এম মহিউদ্দিন, এস এম রবিউল হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে অতিথিরা দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেন।
আপনার মন্তব্য লিখুন