সোমবার, ০৫ জুন ২০২৩, ১০:৪০ অপরাহ্ন
ইসমাইল নাজিব, ওমান :
চলমান মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বেশ কিছু নতুন নির্দেশনা জারি করেছে ওমান সুপ্রিম কমিটি। সম্প্রতি অনুষ্ঠিত দেশটির সুপ্রিম কমিটির এক জরুরি বৈঠক এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি ওমানের স্থানীয় রাত ১২টা থেকে দেশটিতে আগত সকলের জন্য ৭ দিনের হোটেল বুকিং কনফার্ম থাকতে হবে। পূবের্র হোম কোয়ারেন্টাইনের নিয়ম বাতিল করে সকলের জন্য এখন থেকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইন জারি করা হয়েছে।
সেইসাথে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের খরচ নিজেদের বহন করতে হবে বলেও উলেখ করা হয়। যাত্রীরা মাস্কাট এয়ারপোর্টে নেমেও হোটেল বুকিং করতে পারবেন, তবে এতে খরচ বেশি হবে।
ওমানের বেশকিছু হোটেলের কথা উল্লেখ করেছে দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয়। মাস্কাটের মধ্যে ৬টি হোটেলের তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
হোটেলগুলো হচ্ছেঃ
১. সুইচ বেল-ইন মাস্কাট। ২. ইবাইস। ৩. সিকিউর ইন। ৪. শেরাটন।৫. টিউলিপ ইন। ৬. সামারসেট প্যানারমা মাস্কাট।
মুসান্দাম গর্ভনর:১. দিব্বা বিচ হোটেল। ২. খাসাব হোটেল।
ধোফার/সালালাহ অঞ্চলের জন্য “আলফা হোটেল সালালাহ”। বুরাইমি অঞ্চলের জন্য বুরাইমি এরিনা হোটেল। আল দাখেলিয়াহ অঞ্চলের জন্য আল দিয়ার হোটেল। উত্তর আশ শারকিয়াহ অঞ্চলের জন্য গোল্ডেন রে হোটেল।
দক্ষিণ আশ শারকিয়াহ অঞ্চলের জন্য সুর বীচ হোটেল। উত্তর আল বাতিনা অঞ্চলের জন্য মারকিউস হোটেল সোলার।
এ ছাড়াও আগত যাত্রীরা ওমানের যে কোনো অঞ্চলের হোটেল বুকিং করতে পারবেন বলে জানিয়েছে ওমানের সিভিল এভিয়েশন। সে জন্য অঞ্চল এবং হোটেলের ওপর নিভর্র করবে খরচের পরিমাণ।
আপনার মন্তব্য লিখুন