শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন
এস এম ইরফান নাবিল :
চট্টগ্রামে করোনা পরীক্ষার ফলাফল, নমুনা সংগ্রহের ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্টদের হাতে পৌছিয়ে দিয়ে করোনা সংক্রমনের হার কমানোর আহবান জানিয়ে এক বিবৃতি প্রদান করেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ।
বিবৃতিতে তিনি বলেন, দেশে করোনা চিকিৎসার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার কারনে গণবসতিপূর্ণ বাংলাদেশ সংক্রমন ও মৃত্যু ঝুকি কমাতে ইতিমধ্যে যথেষ্ট সাফল্য লাভ করেছে। আর অন্যদিকে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মী ও অন্যান্য সম্মুখ সারির করোনা যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছে তা বিশেষভাবে প্রসংশার দাবী রাখে। করোনা যোদ্ধারা নিজের ও পরিবারের জীবন বাজি রেখে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এতে করে চিকিৎসা ব্যবস্থায় করোনা কিছুটা হলেও নিয়ন্ত্রনে রয়েছে।
তিনি বলেন, দেশের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন চট্টগ্রামেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু চট্টগ্রামে পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্র না থাকায় নমুনা সংগ্রহের ২/৩ দিন পর করোনা রিপোর্ট হাতে পৌছে। এতে করে যেমন রোগীর চিকিৎসা নিতে দেরি হচ্ছে এবং রোগীর সংস্পর্শে এসে অন্যদেরও করোনা সংক্রমনের বাড়ছে। তাই করোনা পরীক্ষার ফলাফল, নমুনা সংগ্রহের এক দিনের মধ্যে দেওয়া গেলে এ হার অনেকাংশে কমে আসবে বলে তিনি উলেখ করেন।
তিনি চট্টগ্রামে করোনা পরীক্ষার ফলাফল নমুনা সংগ্রহের ১ দিনের মধ্যে দেওয়ার ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও চট্টগ্রামে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
এছাড়াও তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন ৮ উপজেলার যে কোন উপজেলায় একটি করোনা পরীক্ষাগার স্থাপন করার ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন