বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:০৮ পূর্বাহ্ন
সুজিত কুমার দাশ : ১ অক্টোবর ২৩ইং তারিখ বিকেলে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে আদালত ভবনস্থ পিপি কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা হয়, আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারী আইন কর্মকর্তা অ্যাডভোকেট শামসুদ্দিন সিদ্দিকী টিপু, মাহতাব উদ্দিন চৌধুরী, তপন কুমার দাশ, মো: মহসিন , আজাহারুল হক, জাহেদুল ইসলাম চৌধুরী, টিপু শীল জয়দেব, তানজিলা মন্নান যুথী, নূরজাহান ইসলাম , সাইফুন নাহার খুশী, ইমরান উদ্দিন, সাইফুল্লাহ নয়ন, সেলিম চৌধুরী, প্রতীত বড়ুয়া জনি, কামরুল হাসান রাসেল, হাম্মাদ হাদি, সঞ্জীব কুমার ধর সহ প্রমূখ। সভাপতির বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বাংলায় জাতির ইতিহাসে রাষ্ট্রীয় দায়িত্ত্ব পালনে রাষ্ট্র নায়ক হিসেবে বঙ্গবন্ধুর পরেই শেখ হাসিনার অবস্থান, ইতিহাস ঐতিহ্য ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সকল ষড়যন্ত্র চক্রান্তের দাঁত ভাঙ্গা জবাব দিতে বঙ্গবন্ধুর সৈনিকেরা আগামী নৌকা কে জয়যুক্ত করতে আমাদেরকে ভ্যানগার্ড এর ভূমিকা পালন করতে হবে।
আপনার মন্তব্য লিখুন