মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর জন্মদিনে দৈনিক সমর পত্রিকার শুভেচ্ছা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই: জেলা পিপি “শেখ হাসিনা দেশের গণমানুষের আশা-জাগানিয়া বাতিঘর ও অভিভাবক”-এম এ মোতালেব সিআইপি দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা : বিলুপ্ত সংগঠনটি ছিল ব্যবসায়ী সংগঠন শুভ জন্মদিন : শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চার লেনে আদৌ উন্নীত হবে কি? বিশ্বতানে উপদেষ্টা বরণ ও ঘরোয়া বৈঠকীতে গজল সন্ধ্যা আগামী নির্বাচনে দলকে জয়ী করতে দক্ষিণ জেলা আ’লীগ প্রস্তুত রয়েছে আধুনিক বোয়ালখালী গড়ার সম্মিলিত প্রয়াসে বোয়ালখালী ফোরাম চট্টগ্রাম (আংশিক) কমিটি গঠন ইন্টার ইউনিভার্সিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

ইন্টার ইউনিভার্সিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ দাবা ফেডারেশন ও স্পোর্টস বাংলার আয়োজনে এবং গ্রেট ওয়াল সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ইন্টার ইউনিভার্সিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপ এর খেলা বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ হতে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হচ্ছে।
দুপুরে খেলা শুরু পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম, বি, সাইফ ও পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান । বক্তব্য রাখেন আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ। এ সময় উপস্তি ছিলেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য জাকির আহমেদ, স্পোর্টস বাংলার সভাপতি মোঃ আরিফুজ্জামান আরিফ, এসোসিয়েশন অব চেস পে­য়াসের্র সাধারণ সম্পাদক মোঃ শওকত বিন ওসমান শাওন ও গ্রেট ওয়াল সিরামিক ইন্ডস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ কর্পোরেট সেলস মোঃ জাবেদ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই খেলা শুরু হয়। সাত রাউন্ডর সুইস-লিগ পদ্ধতির এ ইভেন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২ টি দল এ ইভেন্টে অংশগ্রহণ করছে। আজ প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। প্রথম রাউন্ডের খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২.-১.৫ গেম পয়েন্টে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ফিনিক্সকে, ইনডিপেন্ডডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে খুলনা বিশ্ববিদ্যালয়কে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাসেল ক্রুসারস ৩-১ গেম পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় এলিট পে­য়ার্সকে ও ড্যাফোডিল ইউনিভার্সিটি ৪-০ গেম পয়েন্টে ইউল্যাব ইউনিভার্সিটিকে পরাজিত করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঈগল ২-২ গেম পয়েন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে ও ঢাকা বিশ্ববিদ্যালয় নাইটস মেয়ারস ২-২ গেম পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় টেকটিক্যাল টাইটনসের সাথে ড্র করেন। বিজয়ী দল সমূহকে মোট দুই লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। আজ শুক্রবার বেলা ২-৩০ (আড়াই) টা হতে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

 

আপনার মন্তব্য লিখুন


Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD