মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্রের সাবেক সভাপতি অধ্যাপক সেলিম উদ্দিনের সভাপতিত্বে ৫০তম সাহিত্য সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক আলী আসকর,লেখক ও গবেষক রায়হান আজাদ, কবি ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ কামরুল ইসলাম ও স্বাধীন সাংস্কৃতিক একাডেমীর চেয়ারম্যান হৃদয় হাসান বাবু।উক্ত সভায় সকল সদস্যের উপস্থিতিতে ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্রের ২০২৩-২৫ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়।লেখক ও কলামিস্ট মিনহাজুল ইসলাম মাসুমকে সভাপতি ও কবি খোরশেদ মুকুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন,সহসভাপতি কুতুবউদ্দিন বখতেয়ার,কফিল উদ্দিন দুলাল,শাহ মুহাম্মদ নেয়ামতউল্লাহ,আলমগীর হোসাইন,তানভীর হাসান বিপ্লব,আলমগীর ইমন,যুগ্ম সম্পাদক, সেলিম ইসলাম খান, সাইফী আনোরুল আজিম, আলাউদ্দিন কবির, শফিকুল আলম সবুজ, অর্থ সম্পাদক : মুহাম্মদ রমিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক : হোসাইন মোস্তফা, অভিলাষ মাহমুদ, প্রচার,প্রকাশনা সম্পাদক শিশির আজাদ চৌধুরী, দপ্তর সম্পাদক: তানভীর সিকদার, তথ্য ও গবেষণা সম্পাদক হামিদ হোসাইন মাহাদী, সদস্য -কাজী জহির আহমেদ, হেদায়ত উল্লাহ, জান্নাতুল আদন, মোহাম্মদ ইমাদ উদ্দিন, তাফহিমুল ইসলাম, নিজাম ফারুক এবং মঈনউদ্দিন রুবেল। সভায় পরবর্তী লিটলম্যাগ ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ সংখ্যা প্রকাশ, নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান, ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার ঘোষণা, একটি প্রশিক্ষণ কর্মশালা এবং নভেম্বর মাসে একটি সেমিনার আয়োজনের ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন