শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
এস এম ইরফান নাবিল :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনে তৃণমূলের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করা হবে। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল। তারই সফল ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রামের সবকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আজ উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত। বিস্ময়কর উন্নয়নে বহু দেশ আজ বাংলাদেশকে রোল মডেল হিসাবে স্বীকৃতি দিয়েছে। ইউনিয়ন পরিষদ সমূহে আমাদের বিজয় অর্জিত হলে সর্বত্র স্বমন্বয় প্রতিষ্ঠা পাবে। ধারাবাহিক উন্নয়ন সহজ ও ত্বরান্বিত হবে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার বৃহৎ একটি দল। দল চাইলেও সবাইকে একসাথে খুশি করতে পারেনা। দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে নিজকে একজন সত্যিকারের আদর্শবান কর্মী হিসাবে আমাদের পরিচয় দিতে হবে। তিনি দলের জনপ্রিয়তা ও ইমেজ ধরে রাখতে যে মনোনয়ন পায় তার পক্ষে কাজ করার আহবান জানান। ৩১ অক্টোবর রবিবার বিকেলে বোয়ালখালী আদর কমিউনিটি সেন্টারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী নির্ধারণে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, রাজনীতি একদিনের জন্য নয়, আজ দলের নীতি আদর্শের প্রতি আনুগত্য প্রদর্শনের সময়। পরিচ্ছন্ন ইমেজ, যোগ্যতা না থাকলে জনগণের কাছে প্রহণযোগ্যতা থাকেনা। কেন্দ্রীয় কমান্ডের নির্দেশনার ভিত্তিতে আমাদের চলতে হবে।
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত তৃণমূল বর্ধিত সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম, রেজাউল করিম বাবুল, আহমদ হোসেন, সাইদুর রহমান খোকা, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান মো: মোকারম, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান কাজল দে, চেয়ারম্যান শামসুল আলম, চেয়ারম্যান শফিউল আজম শেফু প্রমুখ। আরো বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন