মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৩:৩৪ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক :
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও প্রবাসী দাবা ফোরামের পৃষ্ঠপোষকতায় আল মাহমুদ মেমোরিয়াল প্রবাসী ফিদে মাস্টার রেটিং দাবা প্রতিযোগিতার খেলা শনিবার ৫ ফেব্রুয়ারী হতে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচ তলাস্থ সভাকক্ষ ও তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থার প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মলিক, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ, আন্তর্জাতিক অর্গানাইজার ও বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহমুদা হক চৌধুরী মলি, প্রবাসী দাবা ফোরামের প্রতিনিধি শাহিনূর হোসেন ও ফিদে মাস্টার মোঃ সায়েফ উদ্দীন লাভলু বক্তব্য রাখেন। এ সময় গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও বাংলাদেশ এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ২ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার রেটিং প্রাপ্ত খেলোয়াড় ও ভারত হতে আগত ৫ জন রেটিং প্রাপ্ত দাবা খেলোয়াড়সহ মোট ১৩৩ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ তিন লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। প্রথম রাউন্ডে গ্র্যান্ড মাস্টার জিয়া ইয়াসিন আরাফাতকে, গ্র্যান্ড মাস্টার রাকিব নীলয় দেবনাথকে, আন্তর্জাতিক মাস্টার শাকিল টিপু সুলতানকে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ওয়াদিফা আহমেদকে পরাজিত করেন।
আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন মনিরুজ্জামান মনির কাছে হেরে যান। আগামীকাল (রোববার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থান সমূহে শুরু হবে।
আপনার মন্তব্য লিখুন