শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৬:১৩ পূর্বাহ্ন
এস এম ইরফান নাবিল:
বোয়ালখালী উপজেলাধীন কালাইয়ারহাট সিকদারবাড়ি আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে গত ২২ এপ্রিল শুক্রবার বাদে আছর মসজিদ মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল বশর সওদাগরের সভাপতিত্বে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ মন্নান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ইলিপসিস স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক মনজুর মোরশেদ, প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থেকে রমজানের ফজিলত নিয়ে গুরুত্বারোপ করেন আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ নুরুল ইসলাম রাহিমী,আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ নাসির উদ্দিন, হাফেজ মোজাম্মেল হোসেন,মুয়াজ্জিন আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ ছফা, মসজিদ পরিচালনার কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা মেম্বার।
বক্তারা রমজান মাসের তাৎপর্য গুরুত্ব তুলে বলেন রোজার মাসে রোজা রেখে এবাদত বন্দেগীতে থাকলে পারলে তা হবে রোজার পরিপূর্ণতা ও নিজেদের পরিশুদ্ধতা করার সুযোগ এবং নামাজ আদায় ও রোজা পালনের সাথে সাথে সমাজের বিত্তবানদের সঠিকভাবে যাকাত আদায় করতে হবে যাহা বিত্তবানদের জন্য যাকাত বাধ্যতা মূলক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ওমান প্রবাসী মোঃ নজির হোসেন,সৌদি আরব প্রবাসী মোঃ শহিদুল্লাহ,মোঃ মোরশেদ, নাজিম উদ্দিন,মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ জাবেদ, মোঃ ইব্রাহিম,মিজানুর রহমান অভি,মোহাম্মদ হৃদয়, মোঃ ফয়সাল প্রমূহ
মিলাদ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন এবং ফিলিস্তিন আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি মুহাম্মদ নুরুল ইসলাম রহিমী মুনাজাত শেষে রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন