শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন বোয়ালখালী উপজেলার সৈয়দ নগর এর কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক সমর এর প্রকাশক ও সম্পাদক কাজী এম এ নাসের, বার্তা সম্পাদক এম এ মন্নান , সাংবাদিক এস এম ইরফান নাবিল, কাজী আবদুল হাকিম , কাজী ইসমাইল নাজিব, কাজী আবুল মনছুর, কাজী আবুল মহসিন ও অন্যান্যরা । বিবৃতিতে তারা বলেন, অত্যন্ত অমায়িক স্বভাব, দূর দৃষ্টিসম্পন্ন খোদাভিরু একজন বিদগ্ধ আলেমেদ্বীন ছিলেন মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভী। তীক্ষ্ম মেধা আর উন্নত স্বভাব- চরিত্রের জন্য তিনি বিশেষ সুনাম ও সুখ্যাতির অধিকারী ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত শান্ত প্রক্রিতির । তাঁর ইন্তেকালে জাতি হারিয়েছে একজন খাঁটি দেশপ্রেমিক আলেমেদ্বীন। মরহুমের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মন্তব্য লিখুন