সোমবার, ০৫ জুন ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন
মঞ্জুরুল আলম মনজু্ : শুক্রবার সকালে আলমাস সিনেমা হল চত্বরে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড এর অন্তর্গত ব্যাটারি গলি নিবাসী বিশিষ্ট সমাজ সেবক,দানবির আলহাজ আব্দুস সাত্তার ফাউন্ডেশন কম্বল বিতরন অনুষ্ঠানের আয়োজন করে । সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্য ব্যক্তিত্ব ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর কার্যকরী পরিষদের সহ সভাপতি জাহাঙ্গির কবির বাবুল । প্রধান অতিথি বাগ মনিরাম ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, সুবিধা ভোগী মানুষরাই পারে সুবিধা বঞ্চিত মানুষের সেবায় এগিয়ে আসতে , ধনীরাই পারে এই অসহায় মানুষের হাতে একটি করে শীত বস্ত্র তুলে দিতে । অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ সেকান্দর কবির ,আলহাজ ফজল কবির ,আলহাজ আলমগির কবির, আলহাজ আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ আইনুল কবির জিতু ,রিদুয়ান কবির মামুন, ইফতেখার কবির,সাংবাদিক মঞ্জুরুল আলম প্রমুখ ।
আপনার মন্তব্য লিখুন