মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম মহানগরীতে বসবাসরত বোয়ালখালীবাসীদের নিয়ে বোয়ালখালী ফোরাম চট্টগ্রাম-এর সাধারণ সভা চকবাজারস্ অস্ায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ‘আধুনিক বোয়ালখালী গড়ার সম্মিলিত প্রয়াস’ শ্লোগানকে লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে সবাইকে একমঞ্চে আনার প্রত্যয় ব্যক্ত করা হয়। অবিলম্বে বোয়ালখালীর মানুষের প্রাণের দাবী নতুন কালুরঘাট সেতুর বাস্তবায়নের জোর দাবী জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বোয়ালখালী ফোরাম চট্টগ্রাম-এর (আংশিক) কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয় অধ্যাপক এস.এম.ওয়াজেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মিনহাজুল ইসলাম মাসুম। সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আরশাদ হোসেন, সহ-সভাপতি : মোহাম্মদ কাউসার ফারূক, জসিম উদ্দিন হায়দার এবং মোহাম্মদ মাহসুম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাশ, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল আনোয়ার শামীম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী সেলিম, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ সেলিম, ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ মোশাররফ হোসেন, মহিলা সম্পাদিকা মেরী দত্ত, নির্বাহী সদস্য : আহসান হাবীব বাবু, পরিতোষ বড়ুয়া, আশুতোষ দাশ, তানভীর হাসান।
আপনার মন্তব্য লিখুন