সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৬:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
আগামী ১ লা অক্টোবর হতে ১১ ই অক্টোবর, ২০২২ পর্যন্ত তারিখে আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে অনুষ্ঠেয় ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনুর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আজ (সোমবার) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে এক প্রেস-ব্রিফিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি জনাব কে এম শহিদউল্যা, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ শাহাব উদ্দিন শামীম, দুই কার্যনির্বাহী সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও জনাব মোঃ সজল মাহমুদ, দাবা দলের নন-পেয়িং ক্যাপ্টেন ও অধিনায়ক আন্তর্জাতিক মাস্টার ও ফিদে ট্রেইনার আবু সুফিয়ান শাকিল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী কর্মকর্তা আন্তর্জাতিক আরবিটার মোঃ হারুন অর রশিদ এ প্রেস-ব্রিফিংয়ে উপস্তি হয়ে বিভিন্ন তথ্য উত্থাপন করেন। ২০১৭ সনে বাংলাদেশ প্রথমবারের মতো ইয়ুথ দাবা অলিম্পিয়াডে অংশ নেয়। সেবার ভারতের গুজরাটে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ অনুর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে ১৯তম স্থান লাভ করে। এবারের ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনুর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবেন ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, মোঃ সাজিদুল হক, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। দলের সঙ্গে অধিনায়ক কাম প্রশিক্ষক হিসেবে যাচ্ছেন আন্তর্জাতিক মাস্টার ও ফিদে ট্রেইনার আবু সুফিয়ান শাকিল। বিশ্বে বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় অনুর্ধ্ব-১৬ বছর বয়সী দাবা খেলোয়াড়রা এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ অনুর্ধ্ব-১৬ বছর বয়সী দাবা অলিম্পিয়াডে এ পর্যন্ত ৩৫ টি দল অংশগ্রহণের জন্য তাদের দরের নাম এন্ট্রি করেছে।
আপনার মন্তব্য লিখুন