মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন
বিজন কুমার বিশ্বাস, চকরিয়া প্রতিনিধিঃ শিশুটির আপন খালা বিএমচর ইউনিয়নের ছৈনাম্মাঘোনা এলাকার সৈয়দ আহমদের মেয়ে আঁখি রহমান ফজরের নামাজের আগে বালিশ চাপাদিয়ে হত্যা করে মাঝারফাড়ি-সুরাজপুর সংলগ্ন মাতামুহুরী নাদিত ফেলে দেয় বলে স্বীকারোক্তি দেয় চকরিয়া থানা তদন্তকারী কর্মকর্তার কাছে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে আখিঁ রহমানকে আসামি করে হত্যা মামলা করেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এলাকার জনসাধারণ এই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আপনার মন্তব্য লিখুন