মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
গত ১৪ জুলাই ২০২৩ শুক্রবার দক্ষিণ নালাপাড়া বিশ্বতানের নিজ কার্যালয়ে সূদূর প্রবাস ওমান থেকে অনলাইনের মাধ্যমে বিশ্বতানের স্থায়ী কমিটির সদস্য বাবু সুমন আচার্য্য (শুভ) এর জন্মদিন পালন করা হয়।উনার পক্ষ থেকে কেক কাটে উনার ভাতিজা, বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা এর পুত্র ওম সাহা।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জ আদালতের সিনিয়র উকিল এডভোকেট শুভাশীষ শর্মা,বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক সমকাল পত্রিকার ডি.জি.এম সুজিত কুমার দাশ।
আরো উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা,সহ-সভানেত্রী নিবেদিতা আচার্য্য,অর্থ – সম্পাদক সাগর দাশ,অনলাইনে প্রবাস থেকে যুক্ত ছিলেন স্থায়ী কমিটির সদস্য বাবু সুমন আচার্য্য (শুভ),সাংগঠনিক সম্পাদিকা অপর্ণা শীল চৈতী,আইটি সম্পাদিকা সুমি দাশ গুপ্তা,সংযোগ সম্পাদিকা শ্রাবন্তী দাস,দপ্তর সম্পাদিকা তূর্ণা চক্রবর্ত্তী,প্রচার সম্পাদক সীমান্ত বড়ুয়া সহ জুয়েল পাল,সুমি দাশ, শুভদ্বীপ, রাকিব,জীবন ,মুক্তা,ওম সাহা ও অয়নজন মালাকার সহ নানা নতুন সদস্য।
আপনার মন্তব্য লিখুন